চট্টগ্রাম: নগরীর সি আর-বি এলাকায় কাওয়ালী অনুষ্ঠানের ঘোষণা আগেই দিয়েছিলো চট্টগ্রামের ছাত্র অধিকার পরিষদের নেতারা আজ (১৪ জানুয়ারি) সি আর-বি এলাকায় ছাত্র অধিকার পরিষদের কর্মীরা জড়ো হতে থাকে, এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের দেখে ছাত্র পরিষদের নেতাকর্মীরা কর্মসূচি ত্যাগ করে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে!
এব্যাপারে, মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম হিমু,র কাছে জানতে চাইলে তিনি বলেন, সি আর-বি মাঠে খেলাধুলার উদ্দেশ্যে অন্য দিনের মত আমরা আজকেও জড়ো হতে থাকি সেখানে আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতাকর্মী ও উপস্থিত হয়! সেখানে আমাদের আর অন্য কোন উদ্দেশ্য ছিলোনা”
তবে এব্যাপারে এখনো ছাত্র অধিকার পরিষদের বক্তব্য পাওয়া যাইনি!