চট্টলা২৪ ডেস্কঃ আসন্ন ইউপি নির্বাচনে পটিয়া উপজেলার অন্তর্গত কচুয়াই ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা পদ প্রার্থী জনাবা খাইরুন নেছা( রিপু) শিক্ষার মান উন্নয়ন ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরীতে অবদান রাখতে চান।
নির্বাচনে জয় লাভের ব্যাপারে সে শতভাগ আশাবাদী বলে জানান, চট্টলা ২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে উনি বলেন, মানুষ অনেক স্বপ্ন নিয়ে তাদের প্রত্যক্ষ ভোটে একজন প্রতিনিধি কে নির্বাচিত করে থাকেন, তাদের প্রত্যাশা থাকে সকল বিপদ আপদ দূর্যোগ ক্রান্তিকালে তাদের প্রতিনিধিদের তারা সার্বক্ষণিক পাশে পাবেন, কিন্তু দেখা যায় নির্বাচিত হওয়ার পর অনেক প্রতিনিধি আর জনগনের খবরাখবর রাখেন না,যার জন্য অনেক দাপ্তরিক কাজেও প্রচন্ড ভোগান্তি তে পড়তে হয়, আমি নির্বাচিত হলে সে ধারনা কে মিথ্যে প্রমান করবো ইনশাল্লাহ, পাশাপাশি উন্নয়নমূখী কর্মকান্ড হবে আমার প্রথম প্রায়োরিটি। আমি আমার আগামী দিনের সকল কাজে আমার প্রিয় এলাকাবাসি মুরব্বিদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করি।
Home চট্টগ্রাম উত্তর - দক্ষিণ শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত মহিলা প্রার্থী খাইরুন নেছা (...