নগরের হালিশহর থানার ‘কে’ ব্লক এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মেহেদী (৭) মারা গেছে।
বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হালিশহর ‘কে’ ব্লক এলাকায় তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মেহেদী ছয় তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।